শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দেওয়ালে আঁকা আদিবাসী সমাজের ঋষি-মনীষীদের ছবি চিনিয়ে দেয় সুজয়ের বাড়ি

Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৩ : ২৬Riya Patra


মিল্টন সেন,হুগলি: আঁকার প্রতি ভালোবাসা থেকে তো বটেই, পাশাপাশি বর্তমান সমাজের সঙ্গে আদিবাসী সমাজের ঋষি-মনীষীদের পরিচয় ঘটানোর অভিনব ভাবনা। নিজে এঁকে বাড়ির দেওয়াল ভরিয়ে তুলেছেন নানান বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিতে। ছবিতে রয়েছেন স্বাধীনতা সংগ্রামী, ভারতের রাষ্ট্রপতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, স্বাধীনতা নানা সংগ্রামী। তাছাড়াও রয়েছেন সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাঁদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি। বাড়ির দেওয়ালে আঁকা মনীষীদের ছবি ছিনিয়ে দেয় পান্ডুয়ার সুজয়ের বাড়ি। বাড়ির দেওয়ালে তুলি দিয়ে আঁকা রয়েছে মনীষীদের ছবি। কোথাও অল চিকি ও আড়াং চিকি ভাষায় লেখা রয়েছে বাংলা ও সাঁওতালি ভাষার বিভিন্ন অক্ষর। রয়েছে ৩৫টি অক্ষর ও নিচে রয়েছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা। ঠিক তার বাঁদিকেই রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি। ভারতের প্রথম শহীদ বীর যিনি ইংরেজদের সঙ্গে প্রথম বিদ্রোহ করেছিলেন বাবা তিলকা মাঝি। তারপরই রয়েছে সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি।  ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরেন ও হেমন্ত সরেন। আবার কোথাও আঁকা রয়েছে কার্টুনের চরিত্র।  


হুগলির পান্ডুয়ার সরাই দিঘীরপাড় এলাকায় প্রায় ৫০ টি আদিবাসী পরিবারের বাস রয়েছে। মাঝে রয়েছে স্নিগ্ধ গ্রাম। আর সেই গ্রামেই মাটির দেওয়াল, টালির ছালের ছাউনি একটি বাড়ির দেওয়াল জুড়েই আঁকা নানান ছবি। বাড়ির গেটে আঁকা রয়েছে ছোটা ভিম ও টম এন্ড জেরি। একটু ভিতরে প্রবেশ করলেই দেওয়াল জুড়েই রয়েছে গোপাল ভাঁড়, বাঁটুল দি গ্রেট, ডোরেমন, মিকি মাউস সহ ছোটদের নানা কার্টুন চিত্র। মাটির দোতলা বাড়ির দেওয়াল জুড়ে এই শিল্পকলা ফুটিয়ে তুলেছে ওই বাড়িরই ছোট ছেলে সুজয় মুর্মু।

তাঁর বাবা ও দাদা দুজনেই সরকারি কর্মী। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক সুজয়ের। বাড়ির দেওয়াল জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি সে নিজের হাতেই এঁকেছে। হাওড়াতে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে অঙ্কনরত্ন পাস করেছে সুজয়। বর্তমানে বিষ্ণুপুর মল্লভূমি বিএড কলেজ থেকে সাঁওতালি ভাষাতে পড়াশোনা করছে। সাঁওতালি ভাষায় এমএ-তে স্বর্ণ পদক প্রাপ্ত, ২০২২ সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে পুরস্কার পেয়েছেন সুজয়। ছবি আঁকার পাশাপাশি চাকরিরও প্রস্তুতিও নিচ্ছেন সুজয়।

তবে আঁকা ছবিতে নীচে কোনও মনীষীরী নাম সে।লিখে দেয়নি। কারণ সে মনে করে, কোনও মনীষীর বিষয় কারোর কৌতূহল থাকলে সে নিজেই সেটা জানাবে। সুজয় জানিয়েছে, 'আদিবাসী বিদ্রোহী নেতা যারা রয়েছেন বা যে সমস্ত সাঁওতালি ভাষায় অক্ষর রয়েছে সেগুলি অনেক মানুষই জানেন না। তাই তাঁদেরকে পরিচিতি করানো এবং মনীষীদের যাতে আমরা ভুলে না যাই, তাদের স্মরণ করানোর জন্যই দেয়াল জুড়ে আঁকা রয়েছে ছবি।' সাহিত্যিক, ধর্ম গুরু থেকে বিদ্রোহী নেতাদের ছবি তিনি এঁকেছেন। এছাড়া তাঁদের মধ্যে যারা বর্তমানে দেশের  রাষ্ট্রপতি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাঁদেরও ছবিও তিনি এঁকেছেন। যাতে মানুষ সহজে শিক্ষা এবং সচেতন হতে পারে। এই প্রসঙ্গে সুজয়ের দাদা মৃত্যুঞ্জয় মূর্মু বলেছেন, 'যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি আদিবাসী সমাজের যারা মনীষী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাঁদের মানুষ সহজেই চিনতে পারছেন। ভাইয়ের আঁকা ছবিতে সৃজনশীলতা রয়েছে। গ্রামের অনেক মানুষই আছেন যারা মনীষীদের পরিচয় জানতে আসেন, চিনিয়ে দেওয়া হয়।'


ছবি-পার্থ রাহা


hooghlynewsartistdecorateshiswallwithpaintingspaintings

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া